ইউক্রেনের ড্রোন হামলায় শনিবার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলে রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো।
টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, সুরগুটনেফতেগাজ কোম্পানির একটি সহযোগী কিনেফ তেল শোধনাগারের ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ ট্যাঙ্কগুলোর একটির বাহ্যিক আবরণকে ক্ষতিগ্রস্ত করেছে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও উল্লেখ করা হয়নি। এদিকে পৃথক বিবৃতিতে, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে কোনও উল্লেখযোগ্য ক্ষতি করার আগে গত রাতে রাশিয়ার অঞ্চল জুড়ে ৩১টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
রাশিয়ার এমন দাবির বিষয়ে ইউক্রেনের তরফে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : আনাদুলু
এ ইউ/
Discussion about this post