রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ঢুকে তিন সপ্তাহ লড়াইয়ের পর ১০০ রুশ বসতি এবং ১ হাজার ২৯৪ বর্গকিলোমিটার এলাকা (৫০০ বর্গমাইল) দখল করে নেওয়ার দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেনীয় কমান্ডার ইন চিফ ওলেক্সান্দর সিরস্কি এও বলেছেন যে, ইউক্রেইন ৫৯৪ জন রুশ সেনাকে আটক করেছে।
কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সেনারা গত ৬ অগাস্টে হঠাৎ করেই ঢুকে পড়ে। এরপর সাত দিনেই রাশিয়ার ভূখন্ডের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করে ইউক্রেন।
তিন সপ্তাহ আগে ১০ হাজার ইউক্রেনীয় সেনা কুর্স্কে ঢুকে লড়াইয়ে দ্রুতই অগ্রগতি পেয়েছে। এরপর থেকে তাদের অগ্রগতি কিছুটা ধীরগতির হয়েছে।
গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার ভূখন্ডের ১২৫০ বর্গকিলোমিটারের বেশি জায়গা দখলে নিয়েছে।
তবে ইউক্রেন এর আগে বলেছিল, তাদের রুশ ভূখন্ড দখলের কোনও অভিপ্রায় নেই। কেবল পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণ থেকে মনোযোগ সরিয়ে নেওয়া এবং রুশ বাহিনীকে সেখান থেকে হটিয়ে দেওয়াটাই তাদের লক্ষ্য।
কিন্তু পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর হামলা এখনও চলছে। রাশিয়া কুর্স্ক এ ইউক্রেনের হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। ইউক্রেনে গত দুইদিন থেকে রাশিয়ার বিমান হামলা বেড়ে গেছে।
এর আগে রাশিয়া ইউক্রেনে আরেক দফা হামলা চালিয়েছিল। তাতে চারজন নিহত হয়। জেলেনস্কি বলেছেন, কিইভ নিঃসন্দেহে রাশিয়াকে তাদের এই হামলাসহ অন্যান্য সব হামলার জন্য পাল্টা জবাব দেবে।
এ ইউ/
Discussion about this post