মহানবি হজরত মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য এখন থেকে আগাম অনুমতি নিতে হবে। সেই সঙ্গে বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শন করা যাবে না।
শুক্রবার (১৫ নভেম্বর) সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক্স পোস্টে এ তথ্য জানায়।
পোস্টে বলা হয়েছে, এখন থেকে অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। অতিরিক্ত ভিড় কমাতে এবং অনিয়ম বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শন করা যাবে না। পাশাপাশি পরিদর্শনের জন্য অপেক্ষার সময় কমিয়ে এক ঘণ্টা করা হয়েছে।
প্রসঙ্গত, ওমরাহ শেষে অনেকে মদিনায় গিয়ে নবী (সা.)-এর রওজা জিয়ারত করেন। সৌদি সরকারের হিসাব অনুযায়ী, এ বছর এক কোটির বেশি মুসলিম রওজা জিয়ারত করেছেন, যা গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। রওজা জিয়ারতকারীদের মধ্যে ৫৮ লাখ পুরুষ এবং ৪৭ লাখ নারী।
এ ইউ/
Discussion about this post