নীলফামারীর সৈয়দপুরে রাস্তার পাশে শপিং ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া পালপাড়া এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
সৈয়দপুর থানার পরিদর্শক তদন্ত আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরের দিকে এলাকাবাসী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এম এইচ/
Discussion about this post