চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফকির বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টার দিকে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ফকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরের রামগঞ্জগামী আল আরাফাহ পরিবহনের একটি বাস ফকির বাজারের দক্ষিণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। পুকুরে পড়ার পর বাসের ডানদিক পানি ও কাদায় দেবে যায়। বাম পাশ দিয়ে কিছু যাত্রী বের হন। আবার ডান দিকের কয়েকজন যাত্রী গ্লাস ভেঙে পানিতে সাঁতার কেটে উঠে আসেন। বাসে ৩৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে প্রায় ২৫ জন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
যাত্রীরা জানান, বাসটি দ্রুত গতিতে চলছিল। সড়কের ওই অংশ ভাঙা ও এবড়ো-থেবড়ো থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়কের ভাঙা অংশে জোরে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহসান ঘটনার জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। বাস থেকে প্রায় ৩৭ যাত্রীকে উদ্ধার করা হয়। এর মধ্যে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
টিবি
Discussion about this post