সব গুঞ্জনের অবসান ঘটিয়ে দিয়ে অবশেষে ফ্রান্স থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ৫ বছরের এই চুক্তিতে স্প্যানিশ ক্লাবটিতে পাড়ি জমানো নিশ্চিত করেছে ফরাসি এই ফরোয়ার্ড। এমবাপ্পের সঙ্গে ফ্রি ট্রান্সফারে চুক্তির ঘোষণা দিয়েছে রিয়াল।গতকাল সোমবার (৩ জুন) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
বার্নাব্যুতে মোট দেড় কোটি ইউরোতে পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন এমবাপ্পে। ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে সাইনিং-অন বোনাস হিসেবে দেয়া হবে সাড়ে ৮ কোটি ইউরো। চুক্তির মেয়াদে তাকে কিস্তিতে এই ফি দেয়া হবে বলে জানা গেছে।এক বিবৃতিতে এমবাপ্পের আগমনের ঘোষণা দেয় ইউরোপ চ্যাম্পিয়নরা। রিয়াল ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে করা চুক্তি অনুযায়ী তিনি আগামী পাঁচ মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হচ্ছেন।
পিএসজির হয়ে ৬ বার লিগ আঁ শিরোপা জিতেছেন এমবাপ্পে। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছেন পিএসজির হয়ে। কিন্তু হেরে যেতে হয় বায়ার্ন মিউনিখের কাছে। কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। কিন্তু টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।এমবাপ্পে ছাড়াও ব্রাজিলের তারকা নেইমার এবং মেসিকে দলে টেনেছিল পিএসজি। লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগ জয়। কিন্তু এই তিন তারকা মিলেও পিএসজিকে আরাধ্য চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি। তবে এমবাপ্পে বেড়ে ওঠার সঙ্গে তার তারকাখ্যাতি যেমন বেড়েছে, তেমনি ফ্রান্স জাতীয় দল এবং দেশটিতে তার গুরুত্বও বেড়েছে।
২০২২ সালের জুনে এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়া যখন নিশ্চিত মনে হচ্ছিল, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর হস্তক্ষেপে পিএসজিতে থেকে যেতে রাজি হন তিনি। এবার রিয়ালে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর ক্লাবটির আক্রমণভাগে ভিনিসিয়ুস, জুড বেলিংহাম ও রদ্রিগোর সঙ্গে জুটি গড়বেন এমবাপ্পে।
রিয়ালের জার্সি পরা ছোটবেলার একটি ছবি দিয়ে সামাজিকমাধ্যমে এমবাপ্পে পোস্ট করেছেন, এবার স্বপ্ন পূরণ হলো। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি খুব খুশি এবং গর্বিত।
তিনি বলেন, কেউ বুঝতে পারবে না, আমি এখন কতোটা উত্তেজিত। মাদ্রিদিস্তাস, তোমাদের সঙ্গে দেখা করতে অধীর অপেক্ষায় আছি। তোমাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। হালা মাদ্রিদ।
এস এম
Discussion about this post