ঢাকার কামরাঙ্গীচরে ছাড়পোকা মারার ঔষধের গ্যাসে ঘুমন্ত অবস্থায় দুই কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, আবু বক্কর সিদ্দিক নাঈম (২১) ও মো. মোহন (১২)। তারা দুইজনেই রেকসিনের লেডিস ব্যাগ তৈরির কারখানার শ্রমিক।
কামরাঙ্গীচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুছা জানান, শনিবার (৪ জানুয়ারী) দুপুরে সংবাদ পেয়ে কামরাঙ্গীচর কয়লাঘাঁট শহিদুল্লাহর বাড়ি সাধন ভিলার নিচ তলার কক্ষ থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার মধ্যরাতে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রবিবার তাদের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, “গত ৩ জানুয়ারী রাতে ঐ কারখানায় ছাড়পোকা মারার বা তাড়ানোর জন্য রুমের বিভিন্ন স্থানে ঔষধ ছিটানো হয়। পরে রাতে রুটি খেয়ে দরজা জানালা বন্ধ করে দুই শ্রমিক ঘুমিয়ে পড়েন। পরদিন দুপুরে শ্রমিক নাঈমের স্বজন রিয়াজ তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে অন্যান্যদের সহযোগিতায় দরজা ভেঙ্গে দেখতে পান তারা দুইজন তোশকের ওপর শোয়া অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে সংবাদ দেন তারা।”
পুলিশের ঐ কর্মকর্তা বলেন, “ছাড়পোকা তাড়ানোর ঔষধের গ্যাসে না অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।”
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ৬ নং ওয়ার্ডের অজি উল্লাহর ছেলে আবু বক্কর সিদ্দিক নাঈম। একই এলাকার আলাউদ্দিন এর ছেলে মোহন।
এম এইচ/
Discussion about this post