নাগরিকদের আরও বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘জাতিগতভাবে টিকে থাকার স্বার্থে রাশিয়ান পরিবারগুলোকে অবশ্যই কমপক্ষে দুটি করে সন্তান জন্ম দিতে হবে।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ইউরাল অঞ্চলের একটি ট্যাংক কারখানার কর্মীদের উদ্দেশে কথা বলার সময় এই আহ্বান জানান প্রেসিডেন্ট পুতিন।
তিনি বলেন, তিনি বলেন, আমরা যদি একটি জাতিগত গোষ্ঠী হিসেবে টিকে থাকতে চাই – বা রাশিয়ায় বসবাসকারী জাতিগত গোষ্ঠী হিসেবে টিকে থাকতে হয় – তাহলে (প্রতি পরিবারে) কমপক্ষে দুটি করে শিশু থাকতে হবে।
পুতিন নিজেকে পরিবার, জাতি এবং অর্থোডক্স খ্রিস্টান বিশ্বাসের ওপর ভিত্তি করে ‘ঐতিহ্যগত মূল্যবোধের’ সমর্থক হিসেবে ঘোষণা করেছেন।
প্রায় দুই বছর আগে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। পূর্ব ইউরোপের দেশটিতে রক্তক্ষয়ী সেই যুদ্ধ শুরু করার পর থেকে রাশিয়া ব্যাপক হতাহতের শিকার হয়েছে।
এ জেড কে/
Discussion about this post