প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রেমিট্যান্স যোদ্ধারা এক একজন দেশের বাইরে বাংলাদেশের ব্রান্ড অ্যাম্বাসেডর বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রবাসীর সংখ্যা বাড়িয়ে দেশের রেমিট্যান্স বাড়াতে হবে। স্বাধীনতার আগে থেকে জন্মনিয়ন্ত্রণের কথা ঢালাওভাবে মানুষের মধ্যে প্রচার করা হচ্ছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ কমানোর দরকার নেই। দেশের বৃহৎ জনগোষ্ঠী জনসম্পদে পরিণত করতে হবে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত একসঙ্গে দেশ বিনির্মাণে কাজ করলে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
ভিসা, টিকিট ও কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়া ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান শতাধিক যুবকের কর্মসংস্থানের নিশ্চিতে মালয়েশিয়া নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। প্রতিষ্ঠানটির উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যেখানে মানুষ দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছে, টাকা-পয়সা দিয়েও প্রতারিত হচ্ছে, সেখানে এই প্রতিষ্ঠানটি যে উদ্যোগ নিয়েছে তা প্রবাসী কল্যাণে দৃষ্টান্ত হয়ে থাকবে।
রেমিট্যান্স যোদ্ধাদের দায়িত্ববোধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এক একজন রেমিট্যান্স যোদ্ধা দেশের বাইরে বাংলাদেশের এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই গুরুদায়িত্ব মাথায় রেখে তাদের কাজ করতে হবে। তাহলেই তাদের কাজ দেশের জনগণের কল্যাণে আসবে।
বৈধ পথে বিদেশ যাত্রায় উৎসাহ দিয়ে শফিকুর রহমান বলেন, অবৈধ পথে বিদেশ যাওয়া নিরুৎসাহিত করতে হবে। সবাই আইন মেনে চললে বাংলাদেশ আরও সুন্দর হয়ে উঠবে। অনুষ্ঠান শেষে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়াগামী প্রবাসীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
এ এস/
Discussion about this post