রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘টিকিট কালোবাজারির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। রেললাইন সম্প্রসারণ ও প্রতিটি জেলায় পৌঁছানো হবে। মূলত রেলের অব্যবস্থাপনার কারণে লোকসান হচ্ছে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে রেলে লোকসান হবে না।’
শনিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই এ ব্যাপারে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। এটাকে লাভজনক করতে হলে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এই সিদ্ধান্তগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেব।’
তিনি বলেন, ‘টিকিট কালোবাজারির ব্যাপারে ইতোমধ্যে দুটি চক্রকে ধরা হয়েছে। ঈদের আগে টিকিট কালোবাজারি যেন না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর সঙ্গে অনেক সরকারি সংস্থাকে জড়িত করা হয়েছে যাতে করে টিকিট কালোবাজারি না হয়। সহজকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।’
জিল্লুল হাকিম আরও বলেন, বিশ্বে রেল অনেক এগিয়ে গেছে। কিন্তু আমরা সেই সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারছি না। আমাদের দক্ষ জনশক্তির অভাব আর সবচেয়ে বড় কথা আমাদের আন্তরিকতার অভাব। বিএনপির সময় গোল্ডেন হ্যান্ডশেক করে আমাদের দক্ষ জনশক্তিকে বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকটা কারখানার যা ক্যাপাসিটি আছে আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। কিন্তু সমস্যাটা হলো আমাদের লোকবলের অভাব।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদসহ রেলওয়ে মন্ত্রণালয় ও লোকোমোটিভ কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ জেড কে/
Discussion about this post