দেশের জনপ্রিয় ইসলামী আলোচন শায়খ আহমাদুল্লাহ। বিশেষ করে ইবাদতের মাস রমজান। এই মাসে রোজা অবস্থায় এমন কিছু ত্রুটিপূর্ণ কাজ করা হয়, যার ফলে রোজা থেকে আমরা কোনো উপকারিতা গ্রহণ করতে পারি না।
তাই তো রোজা সম্পর্কিত বিশটি ভুল সংশোধন করে নিতে বলেছেন শায়খ আহমাদুল্লাহ।
রোজা সম্পর্কিত ২০টি ভুল হচ্ছে-
১.রমজানের চাঁদ না দেখা।
২.রোজার জন্য শুধু খাবার মজুদ করা।
৩.বাচ্চাদের রোজা রাখতে না দেয়া।
৪.মুখের নিয়তকে জরুরি মনে করা।
৫.রোজা রেখেও পাপ কাজ করা।
৬.মিসওয়াক করাকে দোষের মনে করা।
৭.সাহরি বেশি দ্রুত বা বেশি দেরি করে করে খাওয়া।
৮.গোসল ফরজ হলে সাহরি খাওয়াকে দোষের মনে করা।
৯.সাহরি না খেলে রোজা হয় না মনে করা।
১০.সাহরিতে খেজুর না খাওয়া।
১১.সাহরিতে দোয়া না করা।
১২.থুথু গিললে রোজা ভেঙে গেছে মনে করা।
১৩.ফজর পড়ে ঘুমানো।
১৪.মাগরিবের আজানের জবাব না দেয়া।
১৫.তারাবীর নামাজে তাড়াহুড়ো ও চার রাকাত পর পর দোয়াকে জরুরি মনে করা।
১৬.রোজা রেখে সময় অপচয় করা।
১৭.ইফতারদাতার জন্য দোয়া না করা।
১৮.ইতেকাফ না করা।
১৯.রোজার শেষ দিন কেনাকাটায় বেশি ব্যস্ত হওয়া।
২০.ফিতরা সময়মতো আদায় না করা।
উপরোক্ত ভুল গুলো করলে আমাদের রোজা থেকে কোনো উপকারিতা আসবে না। তাই রোজা রেখে এই ২০ ভুল করা যাবে না।
টিবি/
Discussion about this post