কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়েছে চারদিকে। জীবন বাঁচাতে অন্যত্র সরে যাচ্ছেন রোহিঙ্গারা।
শুক্রবার (২৪ মে) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ক্যাম্প সূত্রের বরাতে ওসি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে আগুন লাগে। পরে স্থানীয়রাসহ এপিবিএন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা) আগুন জ্বলছিল। আগুনে ইতিমধ্যে ৬০-৭০টির মত দোকানসহ রোহিঙ্গাদের ঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিভানোর কাজে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা।
টিবি
Discussion about this post