চট্টগ্রামের চাঁন্দগাও র্যাব কার্যালয় থেকে এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পলাশ সাহা র্যাব-৭ এ কর্মরত ছিলেন।
এ সময় তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে তিনি আত্মহত্যা করেছেন। সিএমপির উত্তর বিভাগের কমিশনার আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে র্যাব কার্যালয়ের নিজ কক্ষ থেকে পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়।
পলাশ সাহার কক্ষে পাওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং স্ত্রী কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব সোনা নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।
এম এইচ/
Discussion about this post