রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে এবং এগুলো অর্জন না হওয়া পর্যন্ত শান্তি চুক্তি হবে না। ইউক্রেন যুদ্ধ এক বছর পার হওয়ার পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
ইউক্রেনকে নাৎসি ও সামরিকায়ন মুক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, কিয়েভকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে।
কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের বিশ্লেষক তাতিয়ানা স্ট্যানোভায়া লিখেছেন, মূলত পুতিন ইউক্রেনের সম্পূর্ণ আত্মসমর্পণের শর্তে পশ্চিমের কাছে একটি শান্তি প্রস্তাব দিয়েছেন।
সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। তাছাড়া আশার মুখ দেখছে না কিয়েভের পাল্টা হামলাও। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের পর কমেছে পশ্চিমাদের সামরিক সহায়তা। এতে বিপাকে পড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।
এর আগে পুতিন জানিয়েছিলেন, তিনি ২০২৪ সালের মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৭১ বছর বয়সী এই নেতার পঞ্চম মেয়াদে জয়ী হওয়া প্রায় নিশ্চিত। ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা পুতিন নির্বাচনে আনুষ্ঠানিক জয় পেলে ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন।
মস্কোতে জনসাধারণ এবং সংবাদমাধ্যমের কাছ থেকে পাওয়া প্রশ্নের উত্তরে পুতিন বলেছেন, ইউক্রেনের ‘নাৎসীবাদ দূর, অসামরিকীকরণ এবং একটি নিরপেক্ষ অবস্থা’ নিশ্চিতের পরে শান্তি সম্ভব হবে।’
তিনি বলেছেন,‘অসামরিকীকরণের জন্য, তারা আলোচনা করতে চায় না, তাই আমরা সামরিক ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা নিতে বাধ্য হব। হয় আমরা ঐক্যমতে যাব অথবা আমাদের জোর করে (ইস্যুটির) সমাধান করতে হবে।’
Discussion about this post