সাকিব আল হাসান, বাংলাদেশের পোস্টার বয়। নিজের পারফমেন্সের মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা ধরে রেখেছেন বহু বছর। তবে শেষবেলায় বড্ড অপরিচিত সাকিব। গোটা ক্যারিয়ারেই অবিশ্বাস্য ধারাবাহিক সাকিব গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই ভুগছেন ফর্মহীনতায়। ব্যাট কিংবা বল; কোনটাই ঠিকঠাক হচ্ছে না তার। বলে ধার নেই, ব্যাটেও রান নেই। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের খেলা দুই ম্যাচেই ব্যর্থ সাকিব। তবে যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলার সুযোগ আসে তখন কটাক্ষ করতে ছাড়েন না বিরেন্দ্র শেবাগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হারের পর সাকিব আল হাসানকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিশ্বকাপ জয়ী এই ভারতীয় ক্রিকেটার। সাকিবের লজ্জা বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুনঃ লন্ডনে বেসুরে গান গেয়ে সমালোচনায় ফারিন
বিরেন্দ্র শেবাগ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হারের পর সাকিব আল হাসানকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন । তিনি বলেন, তার আগেই অবসর নেওয়া উচিত ছিল। তাকে বাংলাদেশের সামান্য একজন ক্রিকেটার বলেও অভিহিত করেছেন।
ক্রিকবাজের পডকাস্টে সাকিবের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন সাবেক ডানহাতি এই ব্যাটার। সেখানে শেবাগ বলেন, ‘তিনি মনে করেন, টি-২০ ক্রিকেটে সাকিব অনেক আগেই ফুরিয়ে গেছে। সম্ভবত এটা গত টি-২০ বিশ্বকাপেই। তিনি দলের সিনিয়র ক্রিকেটার, অনেক দিন অধিনায়ক ছিলেন, তাকে দলে নেওয়া হচ্ছে অভিজ্ঞতার কারণে, আর তার রান যদি এমন হয়, তাহলে এজন্য তার লজ্জিত হওয়া উচিত।’
সাকিবের শট নির্বাচন নিয়ে তিরস্কার করেছেন শেবাগ। বলেন, ‘তাকে যদি অভিজ্ঞতার কারণে দলে নেওয়া হয়ে থাকে, তবে তার থেকে নিশ্চয় এমন ব্যাটিং দেখতে চাইবো না। অন্তত তার উইকেটে কিছু সময় কাটাতে হতো। সে তো হেইডেন বা গিলক্রিস্ট না, যে শট বলে পুল খেলবে। সে বাংলাদেশের সামান্য একজন ক্রিকেটার, সুতরাং সে ব্যাট করবে তার মান অনুযায়ী। যখন হুক-পুল খেলতে পারে না, তখন নিজের হাতে যে শট আছে সেটাই খেলা উচিত।’
এ এ/
Discussion about this post