কোরবানির ঈদের বাকি মাত্র দুই দিন। এরই মধ্যে নাড়ির টানে প্রিয় মানুষদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। তবে রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। বাজারে গিয়ে কোরবানি ঈদের আগেই যেন কোরবানি হতে হচ্ছে ক্রেতাদের।
চড়া দরে বিক্রি হচ্ছে মসলা থেকে শুরু করে শাকসবজি, ডিম, মাছ-মাংসসহ প্রায় সব ধরনের পণ্য। কোরবানির ঈদ যত এগিয়ে আসছে, পাল্লা দিয়ে বাড়ছে মসলা কেনার ধুম। প্রতিটি দোকানেই বাড়ছে ভিড়। তবে মসলার দাম অতিরিক্ত বলে অভিযোগ ক্রেতাদের।এ জেনো ঈদের আগে মসলার ঝাঁজ বেড়ে গেছে।
এলাচ প্রতিকেজি ৪ হাজার টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মসলার দামও বাড়তি। এ বছরের শুরু থেকেই মসলার দাম ধারাবাহিকভাবে বাড়ছে। সর্বশেষ সপ্তাহখানেক আগে ফের বেড়েছে সব ধরনের মসলার দাম। কোনো কোনো মসলার দাম কেজিতে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। ভালো মানের ছোট এলাচ প্রতি কেজি বিক্রি হচ্ছে চার হাজার ৬০০ টাকায়, যেটি সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছে চার হাজার ২০০ টাকা কেজি দরে।
আরও পড়ুনঃ নিরাপদে ঈদ পালনে নাগরিকদের প্রতি পুলিশের পরামর্শ
জিরার দাম সপ্তাহখানেকের ব্যবধানে কেজিতে ১২০ টাকা থেকে ১৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এই সময়ের মধ্যে সিরিয়ার জিরার দাম প্রতি কেজি ৮৪০ টাকা থেকে বেড়ে ৯৬০ টাকা হয়েছে। ভারতের পার্টনার জিরা এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৮০ টাকায়, যা কয়েকদিন আগে বিক্রি হয়েছে ৭৬০ টাকায়। ভারতীয় আরেক ধরনের জিরা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ টাকায়, যার দাম আগে ছিল ৬৬০ টাকা।
কেজিতে ৪০০ টাকা করে বেড়েছে লবঙ্গ ও গোলমরিচের দামও। ইন্দোনেশিয়ার লবঙ্গ এখন বিক্রি হচ্ছে এক হাজার ৮৮০ টাকা কেজি দরে, সপ্তাহখানেক আগে যা বিক্রি হয়েছিল এক হাজার ৪০০ টাকায়।
ভারতীয় গোলমরিচ বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকা কেজি দরে, সপ্তাহখানেক আগে যা ছিল ৮০০ টাকা কেজি। শুকনা মসলার মতো পেঁয়াজ-রসুনের দামও বাড়তিই চলছে বাজারে। দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে, কয়েকদিন আগে যা বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়। চায়না আদা এখন ৩২০ টাকা ও রসুন ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে এ দুটি পণ্যের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা করে বেড়েছে । মসলার দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বলছেন, বাড়তি দামের কারণে প্রয়োজনের তুলনায় কম মসলা কিনতে বাধ্য হচ্ছেন তারা । বাজার মনিটরিংয়ে সরকারের দুর্বলতাকে এর জন্য দায়ী করছেন ক্রেতারা।
এস আই /
Discussion about this post