লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাদারীপুরের সাব্বির আকন নামের এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবার তার লাশ ফিরে পেলে শান্তি পাবেন।
নিহত সাব্বির আকন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউপির পশ্চিম কালাইমার গ্রামের মামুন আকনের ছেলে।সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি ট্রলার মঙ্গলবার (১৮ জুন) ইতালির দক্ষিণ উপকূলে ডুবে যায়। এতে ১১ বাংলাদেশি নিহত হন। এদের মধ্যে মাদারীপুরের ৩ যুবক রয়েছেন। তাদের একজন সাব্বির আকন। নিহত সাব্বিরের বাবাও দুই বছর আগে একইভাবে অবৈধপথে ইতালি যান।
নিহত সাব্বিরের মা রহিমা বেগম বলেন, ইতালি যাওয়ার পথে সাগরে ট্রলারডুবিতে আমার ছেলে সাব্বির মারা গেছে। আমার এখন আর কিছু চাওয়ার নেই। আল্লাহ নিয়ে গেছে। ছেলের লাশ পেলেই খুশি। লাশটা যেন বাড়িতে কবর দিতে পারি।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন বলেন, ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে ইতালির দক্ষিণ উপকূলে সদর উপজেলার সাব্বির নামে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগযোগ করেনি। নিহতের পরিবার চাইলে প্রশাসনের পক্ষ থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে লাশ আনার ব্যবস্থা করা হবে।
এস এম/
Discussion about this post