ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেবল জন্মগত কারণে লিঙ্গ বৈচিত্রের অধিকারীরা ‘ট্রান্সজেন্ডার’ কোটায় ভর্তি হতে পারবেন। যারা যারা স্বেচ্ছায় নিজেদের লিঙ্গ রূপান্তরিত করবে তাদের কোটা ব্যবহার করে ভর্তির সুযোগ থাকবে না।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বুধবার (৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রান্সজেন্ডার কোটায় কারা ভর্তি হতে পারবে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, যারা স্বেচ্ছায় নিজেদের লিঙ্গ রূপান্তরিত করে, তাদের কোটায় ভর্তি হওয়ার সুযোগ বিশ্ববিদ্যালয় দেবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে যারা জন্মগত কারণে লিঙ্গ বৈচিত্রের অধিকারী।
এদিকে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি থেকে ট্রান্সজেন্ডার শব্দটি বাতিলের দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। তাদের দাবি ট্রান্সজেন্ডার শব্দটির মাধ্যমে সমকামিতার বীজ বপন করা হচ্ছে। একই সঙ্গে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির ওপর আঘাত করা হয়েছে।
আর এ দাবিতে বুধবার (৩ জানুয়ারি) রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি আমাদের দেশীয় শব্দ নয়। এমনকি বাংলা একাডেমির কোনো অভিধানে কোথাও শব্দটির উল্লেখ নেই। তবে হিজড়া শব্দের প্রতিশব্দ হিসেবে hermaphrodite ও eunuch এর উল্লেখ থাকলেও এগুলো ব্যতীত অন্যকোনো শব্দের উল্লেখ নেই। এ অবস্থায় একটি বিতর্কিত শব্দকে কেন ভর্তি বিজ্ঞপ্তিতে যুক্ত করা হলো তা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি ভর্তি বিজ্ঞপ্তিতে এ শব্দ সংযুক্তির মাধ্যমে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির ওপর আঘাত করা হয়েছে। আমাদের দেশজ সংস্কৃতি রক্ষায় এ শব্দটি প্রত্যাহার করা অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, এর গত ২১ ডিসেম্বর ‘ট্রান্সজেন্ডার’ শব্দ অপসারণের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন এবং উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে একটি স্মারকলিপি দেন তারা। এসময় ‘ট্রান্সজেন্ডার’ শব্দ দ্বারা ‘হিজড়া’ সম্প্রদায়কে বুঝানো হয়েছে বলে জানান উপাচার্য। তাছাড়া গত ৩০ ডিসেম্বর বিকালে ঢাবি সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় ‘ট্রান্সজেন্ডার’ কোটা বাতিলসহ আরও তিন দফা দাবি তোলেন।
এফএস/
Discussion about this post