মাদারীপুরের ডাসারে মৌসুমী আক্তার (১৪) নামে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করছে বলে অভিযোগ পরিবারের। সে উপজেলার পূর্ব বোতলা গ্রামের দেলোয়ার শেখের মেয়ে। পূর্ব বোতলা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পূর্ব বোতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনরা জানায়, নিহত মৌসুমী আক্তার সকালে ফাঁকা ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় তার ঘরে কেউ ছিল না। পরে নিহতের মা শোভা বেগম ঘরে আসলে তার মেয়ের শোয়ার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় বোন আঁখি আক্তার জানান, ‘আমার ছোট ভাই সবুজ শেখ এক বছর ধরে লিবিয়ায় বন্দী আছে। ভাইকে ছাড়াতে পরিবার আজ নিঃস্ব। ছোট ভাই সবুজ ও মৌসুমী পিঠাপিঠি ভাই-বোন। ভাইয়ের কষ্টে ও পরিবারের দুরবস্থা দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ছে। এছাড়াও সে মানসিক সমস্যায় ভুগছিল। এ কারণে মৌসুমী আত্মহত্যা করছে।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সূত্রঃ চ্যানেল ২৪
এ ইউ/
Discussion about this post