আফ্রিকার দেশ লিবিয়ায় সন্ধান মিলেছে বিশাল এক গণকবরের। এক কবরেই মিলেছে কমপক্ষে ৬৫ জনের মরদেহ। যাদের সবাই অভিবাসনপ্রত্যাশী। স্থানীয় সময় শুক্রবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘঅ। তবে মৃত এসব অভিবাসীরা ঠিক কোন দেশের নাগরিক তা জানা সম্ভব হয়নি। পাশাপাশি কোন পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে সেটিও স্পষ্ট নয়। তবে অনেকে ধারণা করছেন, এমন অভিবাসীদের মধ্যে থাকতে পারে, সিরিয়া, বাংলাদেশসহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম বলছে, তাদের বিশ্বাস, মরুভূমির মধ্য দিয়ে ভূমধ্যসাগরের দিকে পাচার হওয়ার সময় এসব অভিবাসী মারা গেছেন। অথবা তাদের আটকে রেখে মুক্তিপণ আদায় করার চেষ্টা করা হয়। পরে তাদের সবার মৃত্যু হয়। এরপর দেওয়া হয় গণকবর।
বিবিসির প্রতিবেদন বলছে, গণকবরটি দক্ষিণ-পশ্চিম লিবিয়ায় পাওয়া গেছে। এখন ঘটনাটি লিবিয়া তদন্ত করছে বলে জানিয়েছে আইওএম। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, ‘অভিবাসীদের নিখোঁজ বা প্রাণহানির প্রতিটি খবরই এক-একটি শোকার্ত পরিবারকে প্রতিনিধিত্ব করে। ওইসব পরিবার তাদের প্রিয়জনদের সন্ধান হয়তো এখনো করছেন। এমনকি তারা অপেক্ষায় আছেন স্বজনের সন্ধানের।
বিবিসি জানায়, ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬০ জন অভিবাসীর মৃত্যুর ঘটনার পর গণকবরের বিষয়টি সামনে আসলো। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী বিভিন্ন অভিবাসন রুটে কমপক্ষে ৮ হাজার ৫৬৫ জন মারা গেছে।
এস আর/
Discussion about this post