লেবানেন ইসরায়েলি অভিযান দীর্ঘস্থায়ী হোক তা চায় না যু্ক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যদিও এক মাস ধরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। খবর রয়টার্স
ব্লিঙ্কেন আরও বলেন, ইরান একটি স্পষ্ট বার্তা পাচ্ছে যে, ইসরায়েলের ওপর হামলা চালালে তার খেসারত তেহেরানকেই দিতে হবে। গত ১ অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ইরান। এ হামলার প্রেক্ষিতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব।
এদিকে কাতারের দোহাতে গাজা যুদ্ধ বন্ধে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে যু্ক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা জড়ো হচ্ছেন। কাতার এবং ওয়াশিংটন এ তথ্য জানিয়েছে।
ইসরায়েল জানিয়েছে, গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোববার গাজায় যুদ্ধবিরতি নিয়ে পুনরায় আলোচনা করতে রোববার দোহাতে যাবেন। মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্ন ও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, তারা হামাসের কাছে জিম্মি থাকাদের মুক্তির বিষয়ে একাধিক পন্থা নিয়ে আলোচনা করবেন।
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে ব্লিঙ্কেন বলেন, হামাস নতুন চুক্তির বিষয়ে রাজি হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে তিনি আহ্বান জানিয়েছেন, হামাসের এ বিষয়ে এগিয়ে আসা উচিত।
ইসরায়েলি হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে সফরে গেলেন অ্যান্টনি ব্লিঙ্কেন। বলা হচ্ছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সিনওয়ার। ওয়াশিংটন আশা করছে, তার মৃত্যুর ঘটনায় গাজা যুদ্ধের অবসান ঘটবে।
এ ইউ/
Discussion about this post