ইসরায়েলি হামলায় লেবাননে গত দুই মাসে দুই শতাধিক শিশু নিহত হয়েছে। আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১ হাজার ১০০-এর বেশি। পরিস্থিতি বলছে, গাজার পর লেবানন শিশুদের জন্য দ্বিতীয় দোজখে পরিণত হচ্ছে।
এক প্রতিবেদনে বলা হয়, ইউনিসেফের এক প্রতিবেদনে শিশু নিহতের তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এ বিষয়ে জেনেভায় সংবাদ সম্মেলন করে। তাতে ইউনিসেফের মুখপাত্র জেমস এন্ডার বলেন, দুই মাসেরও কম সময়ে লেবাননে দুই শতাধিক শিশু নিহত হয়েছে। এখনো সমানতালে হামলা চলছে। এ ব্যাপারে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যারা ব্যবস্থা নিতে সক্ষম তারা মুখ না খোলায় সমালোচনা করেন জেমস।
তিনি আরও বলেন, লেবানন ও গাজার সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সেখানেও ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধে ৪৩ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের দেওয়া তথ্যানুযায়ী নিহত শিশুর সংখ্যা ১৬ হাজারেরও বেশি। লেবাননে গাজার মতোই পরিস্থিতি।
এদিকে যুদ্ধের ভয়াবহতা থেকে বাস্তুচ্যুত লক্ষাধিক শিশুকে ইউনিসেফ সহায়তা করছে বলে জানান জেমস।
সূত্রঃ রয়টার্স
এ ইউ/
Discussion about this post