সাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ৫৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে লেবানন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দেশটির উত্তর উপকূল থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে লেবানিজ সামরিক বাহিনী। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের সবাই সিরীয় নাগরিক।
লেবাননের উত্তর উপকূলে অনিয়মিত অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়৷ অভিযান চালিয়ে লেবাননের সেনাবাহিনী ও লেবানিজ রেড ক্রস ৫৪ জন সিরীয়কে উদ্ধার করে৷
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নারী ও শিশুসহ অভিবাসীদের নৌকাটি সমুদ্রপথে লেবানন ছেড়ে যাচ্ছিল৷ জাহাজটি আক্কার গভর্নোরেটের আরিদা গ্রাম সংলগ্ন উপকূলে ডুবে যায়৷
নিরাপত্তা সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ল’ওরিয়েন্ট টুডে জানিয়েছে, সাইপ্রাসের উদ্দেশে ছেড়ে এসেছিল নৌকাটি৷
লেবাননের নিরাপত্তা সংস্থাগুলো সম্প্রতি অনিয়মিত অভিবাসন রুখতে প্রচেষ্টা বাড়িয়েছে ৷ গত কয়েক মাস ধরে লেবানিজ নাগরিকদের পাশাপাশি সিরীয় ও ফিলিস্তিনি শরণার্থীরা সমুদ্রপথে লেবানন ছেড়ে যাবার চেষ্টা করছেন৷
সূত্র: ইনফোমাইগ্রেন্টস বাংলা
এস আর/
Discussion about this post