ইসরাইলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে সরকারি উদ্যোগে দুই দফায় মোট ১৯৯ বাংলাদেশি দেশে ফিরছেন।
এক বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, সরকারি উদ্যোগে আজ (৫ নভেম্বর) রাত ১২টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লেবানন থেকে চার্টার্ড ফ্লাইটে আসছেন ১৬৭ জন।
এর আগে, রোববার বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, অষ্টম দফায় লেবানন থেকে মঙ্গলবার রাত ১১টার পর ঢাকায় পৌঁছাবে ৩২ বাংলাদেশি।
এর আগে সোমবার (৪ নভেম্বর) লেবানন থেকে ৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। এ পর্যন্ত সাতটি ফ্লাইটে মোট ৩৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
Discussion about this post