লেবানন থেকে চতুর্থ দফায় দেশে ফিরেছেন আরও ৩০ জন বাংলাদেশি। এ নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে চার দফায় ১৮০ জন প্রবাসী দেশে ফিরেছেন।
সোমবার (২৮ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটে সাউদি এয়ারলাইন্সের এসভি ৮১০ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহযোগিতায় তারা দেশে ফিরেছেন।
বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জনাব জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।
এখন পর্যন্ত লেবাননে কোন বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এস এইচ/
Discussion about this post