ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। । তবে শাকিবকে নিয়ে বির্তক কম হয়নি। প্রায় সময়ই সংবাদ মাধ্যমে কথা বলেন তার সাবেক দুই স্ত্রী। দুজনই নিজেদের দ্বন্দ্বে জড়ান যা বিভিন্ন সময় মিডিয়ায় উঠে আসে। অপু বিশ্বাস ও বুবলী এই নায়কের দুই সাবেক স্ত্রী হলেও বাবা হিসেবে দুই সন্তান আব্রাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব পালন করছেন তিনি। তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন ঢালিউড কিং।
এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন তিন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চান ঢাকাই ছবির এই নায়ক।
তাবে তাদের এসব কাজের জন্য বিরক্ত সাকিব ও তার পরিবার। বছর দেড়েক আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই এখন আমার অতীত। নানান সময়ে তাদের কর্মকাণ্ডে বিরক্ত হন ঢালিউডের জনপ্রিয় এই তারকা ও তার পরিবার। গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু বলে দেন বুবলী। ‘আইনগতভাবে এখনো তিনি শাকিব খানের বৈধ স্ত্রী দাবি করেন।’ শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করাসহ নানা বিষয়ে কথা বলেন বুবলি।
বুবলীর এমন বক্তব্যে প্রকাশ্যে গণমাধ্যমে ধুয়ে দেন অপু বিশ্বাস। কয়েক দিন ধরে এসব বেশ চর্চিত হচ্ছে মিডিয়ায়। তাঁকে নিয়ে দীর্ঘদিন ধরে অপু-বুবলী গণমাধ্যমের সামনে কথা বললেও বিষয়টি এড়িয়ে বেশির ভাগ সময়ই চুপচুাপ থেকেছেন শাকিব খান। কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বুবলীর বিস্ফোরক মন্তব্য এবার পরিবারসহ ভীষণ বিরক্ত হয়েছেন শাকিব খান।
শাকিব পরিবারের বিশ্বস্ত এক সূত্র একটি গণমাধ্যমকে জানায়, অপু-বুবলীর বির্তকীত কাণ্ডের জন্য পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় শাকিবকে। তাঁর জন্য মেয়ে দেখা্ও শুরু করেছে পরিবার। শাকিবকে নিয়ে নানা সময় অপু-বুবলীর নানা ধরনের আলোচনা-সমালোচনা আর শুনতে চায় না পরিবার। বিচ্ছেদ হওয়ার পরও দুজনের এসব চর্চা, কথাবার্তা সমাজ, আত্মীয়স্বজনের কাছে হেয় হতে হয় বলে মনে করেন তাঁরা। তাই শাকিবের মতামত নিয়ে তাঁর মা, বাবা, বোন, বোনজামাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন।
টিবি
Discussion about this post