ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের চারজন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্তার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানপি-২ এলাকায় এ ঘটনা ঘটে।
বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স-কিউআরএফ এবং আনসার সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, এই পাঁচ যাত্রী নরওয়ে থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় এসেছেন। যাত্রীরা বের হওয়ার সময় কিউআরএফ সদস্যরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। পরে এ নিয়ে বাগ-বিতণ্ডার একপর্যায়ে মারধরে রক্তাক্ত হন সাইদ উদ্দিন।
হেনস্তার শিকার বাকি চারজন হলেন সাইদের বাবা গিয়াস উদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মোহাম্মদ মহি উদ্দিন এবং গিয়াস উদ্দিনের পুত্রবধূ ইপসা জান্নাতুল নাঈম। তাঁদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী।
এ বিষয়ে বিমানবন্দরের নিরাপত্তা–সংশ্লিষ্ট কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এম এইচ/
Discussion about this post