মাসিক ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় বিক্ষোভ করছেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জড়ো হয়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যান তারা।
জানা গেছে, মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন চিকিৎসকরা। এ সময় ‘তুমি কে আমি কে, ডাক্তার ডাক্তার’, ‘দাবি মোদের একটাই ৫০ হাজার ভাতা চাই’, ‘আর নয় কালক্ষেপণ, দিতে হবে প্রজ্ঞাপন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
দীর্ঘদিন ধরে মাসিক ভাতা বাড়ানোর দাবি করলেও কর্তৃপক্ষ তাদের দাবিতে কর্ণপাত করেনি অভিযোগ করে আন্দোলনকারীরা জানান, ঢাকা শহরে ২৫ হাজার টাকা দিয়ে চলা খুব কষ্টকর। তাই দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন। রোগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে ডাক্তারদের অবশ্যই ৫০ হাজার টাকা ভাতা দিতে হবে।
তারা আরও বলেন, আমরা সব স্টেকহোল্ডারের সঙ্গে দেখা করি। সবাই ভাতা বাড়ানোর দাবিকে যৌক্তিক বলে মত দেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। ভাতা বৃদ্ধির প্রয়োজনীয় নথি যথার্থ ধাপ পার করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু আমরা জানতে পেরেছি বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে নথিভুক্ত হয়ে পড়ে আছে। বারবার আল্টিমেটাম দেওয়ার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। যতক্ষণ না নির্ভরযোগ্য সোর্স থেকে আশ্বস্ত করা হবে আমরা শাহবাগ ছাড়ব না।
এস এইচ/
Discussion about this post