শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে ঈদুল ও গ্রীষ্মকালিন ছুটি মিলিয়ে মোট ২০ দিনের ছুটি চলছে, যা ১৩ জুন শুরু হয়েছে এবং ২ জুলাই শেষ হওয়ার কথা। তবে এই ছুটি সাতদিন কমানোর আভাস পাওয়া গেছে। শিক্ষা প্রশাসন জানিয়েছে, ঈদুল আজহার ছুটি বাদে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হতে পারে। এমন হলে, ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে। আজ (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসছে এবং শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকে ছুটি কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ বেলা ১১টায় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। পরে মন্ত্রী ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানাবেন। তবে ছুটি সাতদিন কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব।
এস এম/
Discussion about this post