রাজশাহীর পুঠিয়ায় ধর্ষণের অভিযোগে রকি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রকি উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদী গ্রামের জাকারিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েক সপ্তাহ ধরে অভিযুক্ত রকি তার প্রতিবেশী ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে তাতে রাজি না হওয়ায় ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ওই কিশোরীকে কৌশলে মোবাইল ফোনে ডেকে আনে রকি।
পরে সন্ধ্যা ৭টায় দোমাদী এলাকার একটি পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবার অভিযোগের প্রেক্ষিতে আরএমপির বেলপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকে রকি পালাতক ছিল। আর ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
এ বিষয়ে বেলপুকুর থানার ওসি মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে রকি পালাতক ছিল। রোববার (১৪ জুলাই) সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত রকিকে বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ এ/
Discussion about this post