দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত শিক্ষার্থী হত্যা মামলায় মো. সোহান মল্লিক (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা। এর আগে বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটক সোহান মল্লিক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন মল্লিকের ছেলে।
ওসি বলেন, হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় একটি মামলা হয়। যার মামলা নং-৭। আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়। অন্য আসামি আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
সূত্র: আরটিভি
এস এইচ/
Discussion about this post