সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অতি শিগগির ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। আজ সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে বিকেল চারটার দিকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত নিয়েছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে।
এরপর সন্ধ্যায় আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সেনাপ্রধান আলোচনায় বসবেন বলে জানানো হয়েছে।
এস আর/
Discussion about this post