নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে ভোট জালিয়াতি চেষ্টার অভিযোগে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে জানাতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটগ্রহণ শুরু হতেই বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার ঘটনা ঘটে। ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেয়ার অভিযোগে, পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়।
নির্বাচন কর্মকর্তারা বলেন, সকালে একদল কর্মী নিয়ে কেন্দ্রটিতে বেআইনিভাবে প্রবেশ করেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। তারা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় সিল মারেন। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্রে হট্টগোল সৃষ্টি করেন। পরে ঘটনাটি রিটার্নিং কর্মকর্তা বদিউল আলমকে জানানোর পরপরই তিনি ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসি বলেন, ‘অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করার পরপরই আমাকে জানাবেন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষভাবে করতে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে। কেউ কাউকে বাধা দিতে পারবে না। এ ধরনের কোনো অভিযোগ থাকতে পারবে না।
নরসিংদী-৪ আসনে ১টি পৌরসভা ও ২০টি ইউনিয়নে ১৫৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৬১০ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২ হাজার ৮২৭ জন, পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
এফএস/
Discussion about this post