হবিগঞ্জের বানিয়াচংয়ে মাত্র ছয় বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনার খবর শুনে মারা গেছেন শিশুটির অসুস্থ বাবা। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
গত রোববার (৯ মার্চ) বিকেলে দক্ষিণ যাত্রাপাশা এলাকায় নিজের বাড়ির সামনে খেলছিল শিশুটি। এ সময় দুই কিশোর ১০ টাকার লোভ দেখিয়ে তাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালায়। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়, যেখানে এখনো সে চিকিৎসাধীন।
এ ঘটনার খবর শুনে শিশুটির বাবা, যিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, প্রচণ্ড মানসিক ধাক্কা সামলাতে না পেরে সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন।
শিশুটির নানি বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ দুই অভিযুক্ত কিশোরকে আটক করে গাজীপুরের টঙ্গী শিশু সংশোধনাগারে পাঠিয়েছে।
সূত্র:দৈনিক জনকন্ঠ
এস এইচ/
Discussion about this post