টলিউডের ‘লাভবার্ড’ বলেই পরিচিত বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। তাদের সম্পর্কের কথা সকলেরই জানা। প্রায় এক দশক থেকে তারা সম্পর্কে রয়েছে। এদিকে দুই পরিবারেরও একে-অপরের সঙ্গে দারুণ সখ্য। এ তারকা জুটি বিয়ে করছেন কখন তা নিয়ে ভক্তদের মাঝে আলোচনা-সমালোচনার শেষ নেয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত বিয়ে প্রসঙ্গে বলেন,‘ ২০২৪ সালেই বিয়ে করছি না। আপাতত তেমন কোনও ভাবনা নেই। ভাবছি ২০২৫ এর শীতকালে বিয়ে করব তাহলে কোনও সমস্যা হবে না।’
তিনি জানান, ‘এখনই বিয়ের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয় নি। কারও বাড়ি থেকে কোনও চাপ নেয়, আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই হবে। কার কেমন কাজের শিডিউল থাকছে সেই অনুযায়ী প্ল্যানিং করা হবে। তবে আমরা এটা ভেবে রেখেছি। আমাদের দুজনের পছন্দ ডেস্টিনেশন ওয়েডিং। তাই সেটার একটা ইচ্ছে আছে। দেখি কী হয়।’
বনি এবং কৌশানী দুজনেই রাজ চক্রবর্তীর ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন। সেই ছবি থেকেই তাদের রসায়ন সবার নজর কাড়ে। জমে যায় তাদের প্রেমও। এখন তারা কাজের পাশাপাশি ভক্তদের কাপল গোল দিয়ে থাকেন। কৌশানী শেষবার রাজ চক্রবর্তীর প্রজেক্ট আবার প্রলয়ে অন্য ধারার কাজ করে সবার নজর কেড়ে নেন। এরপর ভক্তদের ফের উঠে আসেন চর্চায়।
এ এস/
Discussion about this post