নৌবাহিনী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে ‘চিংড়ি পলাশ’ এবং তার স্ত্রী পারভিন সুলতানা তিতলীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ককটেল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার দুপুরে সোনাডাঙ্গা থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নৌবাহিনীর কন্টিজেন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তারিফ আবরার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির উঠান থেকে ৫টি ককটেল বোমা, ২টি রামদা, ২টি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিং জানানো হয়, পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্রসহ গ্রেপ্তার ২ জনকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
এ ইউ/
Discussion about this post