আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি চাকরিজীবীকে ছাটাই করা হয়েছে। মাসটিতে ৮২ হাজারের বেশি মানুষ চাকরি হারিয়েছে। এরমধ্যে আর্থিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় সবচেয়ে বেশি ছাটাইয়ের ঘটনা ঘটেছে, এ সংখ্যা ৩৯ হাজার।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ সংস্থা চেলেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে উল্লখে করা হয় আর্থিক ও প্রযুক্তি খাতে ছাটাইয়ের সংখ্যাটি গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। প্রতিবেদনে বলা হয়, গত মাসে আমেরিকা ভিত্তিক নিয়োগকর্তারা মোট ৮২ হাজার ৩০৭ জনকে ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, বন্ধ, বাজারের অবস্থা ও ব্যয় হ্রাসের কারণে কর্মীদের ছাটাইয়ের সবচেয়ে বড় কারণ হিসাবে উল্লেখ করেছে।
আর্থিক প্রতিষ্ঠানগুলো জানুয়ারিতে সবচেয়ে বেশি ২৩ হাজার ২৩৮ জনকে ছাঁটাই করেছে। তারপরে রয়েছে প্রযুক্তি খাত, যেখানে ছাটাই হয়েছে ১৫ হাজার ৮০৬ জন কর্মী। এছাড়া খাদ্য উৎপাদন শিল্পে ৬ হাজার ৬৫৬ ও রিটেইল (খুচরা বিক্রয়) খাতে ৫ হাজার ৩৬৪ জন ছাটাই হয়েছে।
চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের বিশ্লেষণ অনুসারে, বছরের প্রথম মাসে ছাঁটাইয়ের সংখ্যা গত জানুয়ারিতে ছিল ২০০৯ সালের পর থেকে সর্বোচ্চ। মার্কিন অর্থনীতিতে মহামন্দার কারণে ২০০৯ সালের জানুয়ারিতে ২ লাখ ৪১ হাজারের বেশি চাকরি কাটছাঁট হয়। জানুয়ারির চাকরি ছাঁটাই বেশির ভাগ আর্থিক ও প্রযুক্তি খাতে জানিয়ে চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস উল্লেখ করেছে এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে এ খাতে সর্বাধিক ছাঁটাই হয়, যার পরিমাণ ২৭ হাজারের বেশি।
এ এস/
Discussion about this post