দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে প্রাথমিক সদস্য পদ সহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকার ৫ জনকে স্থায়ী বহিষ্কার করেছে।
সোমবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগে মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট সুজাউদ্দিন বুলবুল ও শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুজ্জামান মনির, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর শাখার কোতয়ালী থানা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক (পদ স্থগিত) আবদুল জলিল কে সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোন দায় দায়িত্ব দল নিবেনা এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হযেছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনাযেম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
টিবি
Discussion about this post