কুয়েতের নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন শেখ মিশাল আল আহমাদ আল জাবের আল সাবাহ। আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ মারা যাওয়ায় শনিবার (১৬ ডিসেম্বর) দেশটির মন্ত্রী পরিষদ তাকে আমির হিসেবে মনোনীত করে।
নতুন আমির হতে যাওয়া শেখ মিশালের বর্তমান বয়স ৮৩ বছর। ২০২০ সালে তৎকালীন আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হয়েছিলেন মিশাল। এর মাধ্যমে বিশ্বের ইতিহাসে ‘সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স’ হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।
শেখ মিশাল ১৯৬৭ থেকে ১৯৮০ পর্যন্ত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ন্যাশনাল গার্ডের ডেপুটি চিফ হিসেবেও কাজ করেছেন তিনি।
এর আগে শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে মারা গেছেন। শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, গত মাসে জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার মারা যাওয়ার কয়েক ঘণ্টা পরেই এক জরুরি বৈঠকে নতুন আমির নির্বাচন করেছে কুয়েতের মন্ত্রিসভা। পরে শেখ মিশাল আল আহমাদকে আমির হিসেবে মনোনীত করে।
Discussion about this post