২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রোমানিয়া ও বুলগেরিয়া। এবার আকাশ ও সমুদ্র সীমান্ত দিয়ে ইউরোপের পাসপোর্টমুক্ত অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে প্রবেশ করবে দেশ দুটি। ২০২৪ সালের মার্চ মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোমানিয়া সরকার বুধবার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
প্রতিবেদন অনুসারে, রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২৩ ডিসেম্বর তাঁরা অস্ট্রিয়া ও বুলগেরিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছেছে। এ চুক্তিতে রয়েছে রোমানিয়া ও বুলগেরিয়ার সঙ্গে শেনজেন এলাকার সম্প্রসারণ এবং এ দুই দেশকে ২০২৪ সালের মার্চ থেকে শেনজেনের আকাশ ও সমুদ্র সীমান্তে অন্তর্ভুক্তি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, চুক্তিটি বাস্তবায়িত করার শেষ পদক্ষেপ হিসেবে সব সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে। এ ছাড়া ২০২৪ সালে দুই দেশের স্থল সীমান্ত পর্যন্ত শেনজেন এলাকা প্রসারিত করার জন্য আলোচনা ও প্রস্তুতি অব্যাহত থাকবে।
শেনজেন অঞ্চলে বর্তমানে ২৭টি ইউরোপীয় দেশের মধ্যে ২৩টি রয়েছে। সেই সঙ্গে আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইনও এ অঞ্চলের অন্তর্ভুক্ত। শেনজেন সীমানা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে না গিয়ে সদস্য দেশগুলোর মধ্যে অবাধে ভ্রমণ করার অনুমতি দেয়।
এফএস/
Discussion about this post