দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে কারিগরি ও অংশীদারিত্বমূলক সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সঙ্গে এক বৈঠকে এসব কথা জানান বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, পুঁজিবাজার সংস্কার, তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নিশ্চিতকরণ ও সার্বিক উন্নয়নে দুপক্ষের মধ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ উর্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এস/এইচ
Discussion about this post