শেরপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ওই এলাকার সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) এবং মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি জানিয়েছেন। তবে কোনো অভিযোগ থানায় আসেনি।
এস এইচ/
Discussion about this post