শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পর্শে মারা যাওয়া একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার (৫ জুলাই) সকালে স্থানীয়দের খবর পেয়ে মধুটিলা রেঞ্জ ও এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় থেকে খাদ্যের খোঁজে নেমে আসা হাতিটি বৈদ্যুতিক ফাঁদে মারা যায়। এলাকাটিতে বৈদ্যুতিক ফাঁদ না দেখা গেলেও আশপাশের বসতঘরে বিদ্যুৎ সংযোগ রয়েছে।
বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী গণমাধ্যমকে জানান, নিহত হাতিটির বয়স আনুমানিক ১৫-২০ বছর। এটি একটি মাদি হাতি। শুঁড়ে পুড়ে যাওয়ার দাগ রয়েছে, যা স্পষ্ট করে যে বিদ্যুৎস্পর্শেই প্রাণ গেছে। তিনি বলেন, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এস এইচ/
Discussion about this post