বিশ্বনবি মুহাম্মদ (সা.)-এর হাদিসে যে শেষ জামানার আলামত সম্পর্কে উপদেশ দেয়া হয়েছে, তা আমাদের বর্তমান যুগের দিকে গভীরভাবে ইঙ্গিত করে। ইসলামিক ধর্মগ্রন্থ ও হাদিসে বর্ণিত ঘটনাগুলো আমাদেরকে জানায়, কিয়ামতের আগে পৃথিবীতে কিছু বিশেষ পরিবর্তন আসবে, যা মানুষকে চূড়ান্ত পরীক্ষা আর বিপদের সম্মুখীন করবে।এসব আলামত, যেমন সামাজিক অবক্ষয়, নৈতিক অবনতি, প্রাকৃতিক বিপর্যয় এবং ধর্মীয় বিশৃঙ্খলা বিশ্বমানবতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই সংকেতগুলো আমাদের সতর্ক থাকার, আল্লাহর দিকে ফিরে আসার এবং সত্যের পথ অনুসরণের আহ্বান জানাচ্ছে।
নবীজি বলেন,
মানুষের সামনে এমন সময় আসবে যখন জ্বলন্ত আগুনের স্ফুলিঙ্গ হাতের মুঠোয় রাখার মতই দীন নিয়ে টিকে থাকা কঠিন হবে। (সহিহ তিরমিজি, হাদিস ২২৬০)
রসুল (সা.) বলেছেন,
নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে, জ্ঞান উঠিয়ে নেয়া হবে, অজ্ঞতা বিস্তার লাভ করবে, যিনা ব্যাভিচার বৃদ্ধি পাবে, মদ্যপান ছড়িয়ে পড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে, এমনকি পঞ্চাশজন মহিলার দেখাশুনা করার জন্য মাত্র একজন পুরুষ বিদ্যমান থাকবে। (সহিহ বুখারি ৫২৩১)
শেষ জামানায় মানুষের মধ্যে যা প্রকাশ পাবেঃ
১. নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না। ২. আমানতের খেয়ানত করবে। ৩. সুদের লেনদের করবে। ৪. মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে। ৫. সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে। ৬. উঁচু উঁচু ভবন নির্মাণ করবে। ৭. আত্মীয়তার সর্ম্পক ছিন্ন করবে। ৮. ইনসাফ উঠে যাবে। ৯. জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে। ১০. তালাক বেড়ে যাবে।
১১. আকস্মিক মৃত্যু বেড়ে যাবে। ১২. সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে। ১৩. দুর্নীতিপরায়ন মানুষদের সেবক মনে করা হবে। ১৪. অপবাদ আরোপের সংখ্যা বেড়ে যাবে। ১৫. লোকেরা সন্তান নেয়া বন্ধ করে দিবে। ১৬. নীচ লোকেরা সম্পদশালী হবে। ১৭. ভদ্রলোকেরা নিষ্পেষিত, লাঞ্ছিত হবে। ১৮. আমানতের খেয়ানত হবে। ১৯. শাসক শ্রেণির লোকেরা অহরহ মিথ্যা কথা বলবে।
২০. নেতৃবর্গ জালেম হবে। ২১. আলেম ও ক্বারিরা বদকার হবে। ২২. স্বর্ণের দাম কমে যাবে এবং রুপার দাম বেড়ে যাবে। ২৩. গুনাহের পরিমাণ বেড়ে যাবে। ২৪. জান-মালের নিরাপত্তা কমে যাবে। ২৫. শরিয়তের দণ্ডবিধি অকার্যকর হবে। ২৬. ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে। ২৭. কোরআন শরিফ সঞ্জিত করা হবে। ২৮. দাসি স্বীয় মুনিবকে ভর্ৎসনা দিবে। ২৯. নিচু শ্রেণির লোকেরা দেশের শাসক বনে যাবে।
৩০. নারী-পুুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ৩১. পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে। ৩২. গাইরুল্লাহর নামে শপথ করা হবে। ৩৩. মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে। ৩৪. সম্মানের রেওয়াজ উঠে যাবে। ৩৫. দুনিয়া লাভের আশায় দীনি ইলম শিক্ষা করা হবে। ৩৬. আখেরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে। ৩৭. জাতীয় ও রাষ্ট্রিয় সম্পদকে নিজের মনে করা হবে।
৩৮. আমানতের মালকে লুটের মাল মনে করা হবে। ৩৯. সমাজের নিচ ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে। ৪০. সন্তান পিতা-মাতার অবাধ্য হবে। ৪১. বন্ধু বন্ধুর ক্ষতি করবে। ৪২. লোকেরা স্ত্রীর আনুগত্য করবে। ৪৩. বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে। ৪৪. গায়িকা মহিলাদের শাসন করা হবে। ৪৫. বাদ্য যন্ত্র ও এর উপকরণের যত্ন নেয়া হবে। ৪৬. মদের দোকান বেড়ে যাবে।
৪৭. জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে। ৪৮. আদালতে ন্যায়বিচার বিক্রি হবে। ৪৯. পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। ৫০. কোরআনকে গানের সুরে তিলাওয়াত করা হবে। ৫১. হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে। ৫২. উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের উপর অপবাদ আরোপ করবে। ৫৩. আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে। ৫৪. ভূমিকম্প আসবে। ৫৫. অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে। ৫৬. জাকাতকে জরিমানা মনে করা হবে।
এস এম/
Discussion about this post