যেখানেই অনিয়মের অভিযোগ আসবে সেখানেই তাৎক্ষণিক অ্যাকশন নেওয়া হবে। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সেনাবাহিনী নামিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, আয়োজন সব নির্বাচন ঘিরে। তাই নির্বাচনের পরিবেশকে সুন্দর রাখতে সেনাবাহিনীকে নামানো হয়েছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে আগামী ৭ জানুয়ারির নির্বাচনের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের মাঠ তাদের নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন ইসি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো অনিয়ম পেলে ছবি প্রমাণ পাঠাতে হবে। সাথে সাথে অ্যাকশন নেয়া হবে।এরই মধ্যে বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিলের মতোও ঘটনা ঘটেছে। এর আগেও গাইবান্ধায় ভোটও বন্ধ করা হয়েছে।’
ভোটের পরিবেশ কেমন হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, ‘ভোট এখন যেটা হচ্ছে সেটা উৎসবমুখর ও সুন্দর হবে। ১৯৯৬ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার কারণে সেই নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তাই এবার নির্বাচনে কোনো বিতর্ক চান না বলে জানান তিনি।
ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটাররা ভোটকেন্দ্রের প্রাণ, ভোটাররা না থাকলে নির্বাচন নিষ্প্রাণ হয়ে যাবে। তবে বিভিন্ন জায়গা থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, তাতে ভোটকেন্দ্রে অনেক ভোটার আসবে বলে আশাবাদ তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দলগুলোর জন্য ভোটে আসা না আসা তাদের স্বাধীন ইচ্ছা। কিন্তু এ জন্য তো আর ভোট থেমে থাকবে না। ভোটকে কোনো ভাবেই প্রতিহত করা যাবে না এবং কোনো নাশকতামূলক কাজ করা যাবে না। এগুমন কাজ যদি তারা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যথাযথ পদক্ষেপ নেওয়ার।
এস আর/
Discussion about this post