মালয়েশিয়ার শ্রমবাজারে মেডিক্যাল ইস্যুসহ সার্বিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বায়রার সাবেক সভাপতি ও হোটেল দ্য ওয়েস্টিন ঢাকার মালিক নূর আলী আঙুল তুলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ইমরান আহমদের দিকে। তিনি বলেন, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সমঝোতা স্মারকে যেসব অধিকার বাংলাদেশের হাতে ছিল, ইমরান আহমদ তাও অন্যের হাতে তুলে দিয়েছেন।
রোববার (১ এপ্রিল) রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার এসোসিয়েসন অব বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ তোলেন নূর আলি। তিনি বলেন, বর্তমান বায়রার কমিটিও অবৈধ। তাদের কারণে শ্রমিক থেকে শুরু করে সবাইকে ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে।
অনুষ্ঠানে বায়রার সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম, সহসভাপতি নোমান চৌধুরী, শামিম আহমেদ নোমান, ফখরুল ইসলামসহ বায়রার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই সময় শ্রমবাজারে সিন্ডিকেট দমনে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। এছাড়া সমিতির প্রায় ৩৫০ সদস্য ইফতার পার্টিতে অংশ নিয়ে জনশক্তি রপ্তানির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
এ এস/
Discussion about this post