আহমাদুল কবির, মালয়েশিয়া:
শ্রমিক ঘাটতিতে কপালে দুঃচিন্তার ভাঁজ পড়েছে মালয়েশিয়ার সবজি চাষীদের। দেশটির ক্যামেরন হাইল্যান্ডের সবজি খামারিরা বলছেন, আগামী কয়েক মাসে বিদেশী শ্রমিকদের অপ্রত্যাশিত ঘাটতির কারণে তাদের উত্পাদন কমিয়ে আনার চিন্তা করছে।
মালয়েশিয়ার নিউ স্ট্রিট টাইমস (এনএসটি) জানিয়েছে, ক্যামেরন হাইল্যান্ড মালয় ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক সৈয়দ আবদুল রহমান বলেছেন, সরকারের ৩১ মার্চের মধ্যে ঝুলে থাকা বিদেশী শ্রমিকদের কোটা বাতিল করার পদক্ষেপে আমরা হাই এন্ড ড্রাইয়ের মত অবস্থায় আছি। এখন এটা অনুভব না করলেও সম্ভবত এই বছরের মে বা জুন থেকে এর বড় একটি প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে।
জানাগেছে, সামনের মাসে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বেশিরভাগ শ্রমিক ঈদে তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। আবার কেউ কেউ ১০ বছর ধরে খামারে কাজ করেছে যাদের অধিকাংশের ওয়ার্ক পারমিট আর রিনিউ হবে না। আবার এদের মধ্যে যাদের বৈধ পারমিট আছে তারা এখনও ১০ বছর কাজ করতে পারবেন কিন্তু ঈদের পরে মালয়েশিয়ায় তারা কাজ না করতে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছে যা খুবই হতাশাজনক।
স্ট্রিট টাইমস বলছে, ক্যামেরন হাইল্যান্ড প্রতিদিন ১০০০ মেট্রিক টন সবজি উৎপাদন করে দেশটির পাইকারি বাজারের জন্য কিন্তু শ্রমিকের ঘাটতি এ উৎপাদনকেও প্রভাবিত করবে।
১৩ মার্চ খামারিদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেছিলেন, এই কর্মীর অভাব খামার অপারেটরদের তাদের উৎপাদন কমাবে এবং খুব সামান্য জমি তাদের চাষ করতে বাধ্য হতে হবে। তারা আরো জানাচ্ছিলেন, যদি একজন খামার খামারির ১.৬ হেক্টর জমি থাকে তবে তিনি লস থেকে রক্ষা পেতে কেবল ০.৮ হেক্টর জমিতে সবজি চাষ করবেন।
ফেডারেশন অফ ভেজিটেবল ফার্মার্স অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়ার চেয়ারম্যান লিম সের কুই সেদিন বলেছেন, ঝুলে থাকা বিদেশী শ্রমিক কোটা বাতিলের ফলে জনশক্তির ঘাটতিতো হবেই এবং সবজি সরবরাহ কমার কারণে বাজারে সবজির দাম বাড়বে।
সৈয়দ আব্দুল রহমান বলেন, বিদেশী শ্রমিকের অভাব এবং পরবর্তী উৎপাদনে হ্রাস সরকারকে দাম স্থিতিশীল করতে বাইরে থেকে সবজি আমদানি করতে হতে পারে।
তিনি আরো বলছিলেন, আমি এতটাই উদ্বিগ্ন যে, খামারিরা সবজি উৎপাদন কমিয়ে আনবে। কারণ তাদের খামার পরিচালনার জন্য পর্যাপ্ত শ্রমিক নেই! তারা যথারীতি চাষ না করতে পেরে স্থানীয় চাহিদা মেটাতে দেশকে সবজি আমদানি করতে হবে। ক্যামেরন হাইল্যান্ডসে প্রায় ৬০০০ জন ভাড়া করা বিদেশী শ্রমিক ছিল।
সৈয়দ আব্দুল রহমান কর্মীর অভাব রোধে দেশটির সবজি অ্যাসোসিয়েশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি জমা দিয়েছে যার কপি পরিবহন মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে যাতে বিদেশী শ্রমিকদের আনার মেয়াদ বাড়ানোর বিষয়ে পুনর্বিবেচনা করা হয়।
এস আর/
Discussion about this post