বিদ্যমান সংবিধান সংশোধন নয়, সংবিধান পুনর্লিখনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ দুপুরে সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে তারা এ প্রস্তাব তুলে ধরেন।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করে সংবিধান সংস্কার কমিশন।
মতবিনিময় শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য-সচিব আরিফ সোহেল সাংবাদিকদের জানান, তারা সংস্কার কমিশনের কাছে মৌখিকভাবে প্রাথমিক কিছু প্রস্তাব দিয়েছেন। পরে তারা তাদের লিখিত প্রস্তাব কমিশনের কাছে দেবেন।
আরিফ সোহেল বলেন, তারা সংবিধান পুনর্লিখন এবং নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করার কথা বলেছেন। তারা বলেছেন, নতুন সংবিধানে গণ-অভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দেওয়া, সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার প্রস্তাব করেছেন।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আরিফ সোহেল, তারিকুল ইসলাম, আনিকা তাহসিনা ও জাহিদ আহসান উপস্থিত ছিলেন।
এ ইউ/
Discussion about this post