সংযুক্ত আরব আমিরাত (UAE)সরকার অভিবাসন আইন নিশ্চিত করার লক্ষ্যে এবং আমিরাতে প্রবেশ প্রক্রিয়াকে সহজ করতে ভিজিট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কঠোর পর্যবেক্ষনের নির্দেশ দিয়েছে। আরব আমিরাত ব্যবসায়ি এবং ভ্রমণপিপাসু, এই দুই পক্ষের জন্যই বেশ পছন্দনীয় স্থান। তবে এক্ষেত্রে তাদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। নতুন এই নিয়ম নীতি না মানলে অভিবাসীদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে।
আর্থিক সংস্থানের প্রমাণঃআবেদনকারীদের আমিরাতে অবস্থান করার মত পর্যাপ্ত তহবিলের প্রমাণ দেখাতে হবে।এমাসের ভিসিট ভিসার জন্যও ৩ হাজার দিরহাম এবং দুই মাসের জন্য ৫ হাজার দিরহাম এর সমতুল্য নগদ অর্থ বা ক্রেডিট কার্ডে সমপরিমাণ ফান্ড থাকতে হবে ।
রিটার্ন টিকিটের প্রয়োজনীয়তাঃ আবেদনকারীদের অবশ্যই একটি নিশ্চিত রিটার্ন ফ্লাইট টিকিট প্রদান করতে হবে। যা প্রমাণ করে যে ভ্রমণকারীরা উল্লেখিত সময়সীমার মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের ফিরে যাওয়ার পরিকল্পনা করেছে।
বাসস্থান বিবরণঃ আবেদনকারীদের বাসস্থানের প্রমাণ দেয়া বাধ্যতামূলক। আবেদনকারীরা একটি বারকোড বা UAE-ভিত্তিক হোস্ট থেকে একটি আমন্ত্রণ পত্র সহ একটি হোটেল বুকিং নিশ্চিতকরণ জমা দিয়ে এই প্রয়োজনীয়তা পূরণ করবে।
পাসপোর্টের বৈধতাঃ আবেদনকারীদের ভ্রমণের তারিখ থেকে কমপক্ষে ছয় মাসের বৈধতা সহ একটি বৈধ পাসপোর্ট দেখাতে হবে। ভ্রমণকারীরা যেন অবশ্যই কোনো ভ্রমণ পরিকল্পনা করার আগে তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ চেক করে দেখে।
স্থানীয় একটি ট্রাভেল এজেন্সি বলেছে “আমরা প্রতিদিন হাজার হাজার ভিসা প্রসেস করি, কিন্তু সম্প্রতি, আমাদের কিছু ট্রাভেল পার্টনার আমাদের জানিয়েছেন যে ‘অসম্পূর্ণ নথি’র কারণ দেখিয়ে এখন ভিসা প্রত্যাখ্যান করা হচ্ছে।”
আরও বলা হয়েছে এক্ষেত্রে আবেদনকারীরা স্থানীয় একটি ট্রাভেল এজেন্সিদের সহায়তা নিতে পারে।
এস এম/
Discussion about this post