সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, পরিকল্পিত বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় নুরুল হক সচিবালয়ে প্রবেশ করেন। পরে দুপুর সোয়া ২টার দিকে বের হয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক বলেন, “পুরো ঘটনাটাই আশ্চর্যজনক এবং রহস্যজনক। গভীর রাতে এই আগুন যখন ধরল, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আমাদের সিস্টেম কত দুর্বল। ফায়ার সিস্টেমও কত দুর্বল।
“সচিবালয়ের মতো জায়গায় আগুন নেভাতে যদি এত ঘণ্টা লাগে, দুই এক ঘণ্টার মধ্যে যদি নিয়ন্ত্রণে না আনতে পারে, তাহলে তো বুঝতেই হবে যে তারা এখনও অ্যানালগ সিস্টেমে পড়ে আছে।”
নুর আরো বলেন, এলজিআরডি এবং ডাক ও টেলি যোগাযোগ উপদেষ্টার কক্ষে গত সরকারের দুর্নীতির অনেক আলামত সংরক্ষিত ছিল। এ ঘটনা থেকে সরকার শিক্ষা নিতে পারে।
বুধবার রাত ১টা ৫২ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়।
এ ইউ/
Discussion about this post